আমার লাইফ এর ক্যাটালগ এ জানিনা কোত্থেকে
এক সারি পাখি এসে বসলো।
তোমার সংরক্ষিত অভয়ারণ্য থেকে
আমার জংলী আমাজনে।
সম্ভবত মাইগ্রেট করে।
কিন্তু তার জন্যেও তো কারণ লাগে !
আমিনা সেই কারণ খুঁজে পাইনি,
আমার সম্ভাবনাময় জীবনের একটুকরো প্রমিথিউস।
সাদাকালো ডোরাকাটা দাগের ওপর
আমি পেস্ট করেছি পেন্ট,
এটা তো কারণ না।
আমার নোংরা ড্রেনের মশার লার্ভাগুলো -
আমাকে কুরে কুরে খেত,
বহুবার সুইপার দিয়ে পরিষ্কার করেছি।
কিন্তু কীটনাশকের ব্যর্থ প্রয়োগে,
এই জীবনে শুধুই সাইড এফেক্ট।
No comments:
Post a Comment