জামার কলারে টান পড়লে ভাবি-
ভ্রাম্যমান হয়েছি।
ছিন্নবিচ্ছিন্ন প্রশ্ন কোনো একটা মাথায় আসে,
উত্তর খুঁজতে জামা খুলতে হয়।
জামা খুলে শেওলা পড়া গায়ে দেখি;
একটা নগ্ন পৃথিবী।
সব জীবজন্তু ও জানোয়াররা একসাথে বাস করে,
চিন্তান্বিত মুখ নিয়ে -
চিৎকার করি আমি কঠোর রূপকথায়।
কঠিন বাস্তবতায় সেই শেওলাই আমায় বাঁচিয়ে দেয় -
জামা খোলা থেকে।
No comments:
Post a Comment